আজ মহা পরিত্রাণ ভাই আজ মহা পরিত্রাণ
আজ মহা পরিত্রাণ ভাই আজ মহা পরিত্রাণ
যীশু উঠেছেন দেখ পাপীরে করিতে ত্রাণ
1। চেয়ে দেখ কবর পানে যীশুর দেহ নাই সেখানে
(শুধু) বস্ত্রগুলি পড়ে আছে দূতে করে সাক্ষ্যদান।
2। বিশ্বাসী যদিও মরে, তবু সে উঠিবে পরে
(ও ভাই) মৃত্যুঞ্জয়ী যীশু সেই সত্যের চির প্রমাণ।
3। যীশু আগে স্বর্গে গিয়ে, স্বর্গ দুয়ার দিলেন খুলে
(আমরা) যাব যাব স্বর্গে যাব যীশুর রক্তে পেয়ে ত্রাণ।
4। নেচে নেচে তালে তালে, সবে মিলে বাহু তুলে;
(এখন) জয় যীশু জয় যীশু বলে কর তাঁহার গুণকীর্তন।
-ইউসুফ বিশ্বাস
বাংলা খ্রীষ্টিয়ান গান- খ্রিস্টীয় সম্প্রদায়ের একটি গানের ভান্ডার। আপনি এই বইয়ের সমস্ত গানের লিরিক্স সন্ধান করতে পারেন এবং আপনি অডিও গানের জন্য এমন কিছু সন্ধান করতে পারেন যা আপনি ডাউনলোড করতে এবং গানের লিরিক দিয়ে শুনতে পারেন।
- এটি গানের লিরিক এবং
- এটিতে অডিও ফাইল (কেবল জনপ্রিয় গান) রয়েছে।
- আপনি অডিও ফাইলটি ডাউনলোড করে শুনতে পারেন।
বাংলা খ্রীষ্টিয়ান গান - বিষয়ভিত্তিক গানের নির্দেশিকা ও বিবরণ: খ্রীষ্ট সঙ্গীত। প্রশংসা সঙ্গীত। উপাসনা সংগীত। গানের তরী। গীতাবলী । ঈসায়ী গান । বিভিন্ন ধরণের খ্রীষ্টিয় গান । বাংলা খ্রিস্টান গান । যীশু গান । খ্রিস্টান গানের বই । ধর্মীয় গান । ধর্মীয় বাংলা গান । কোরাস গান । ইংলিশ কোরাস। উপাসনা । বাংলা কোরাস। শাস্ত্র সঙ্গীত। দাউদের গীত । আহবান গীতি । প্রাতঃকালীন । সায়ংকালীন । পুণ্য ব্যাপ্তিস্ম ও হস্তার্পণ । প্রভুর ভোজ । বিবাহ । আগমন । খ্রীষ্টের জন্মোৎসব । এপিফানী । নববর্ষ । প্রায়শ্চিত্তকাল । পাল্মা রবিবার । দুঃখভোগ । পুনরুত্থাণ । স্বর্গারোহণ । পবিত্রাত্মা । ত্রিত্ব । আহবান ও আত্মসমর্পণ । খ্রীষ্টের মন্ডলী । সাধুদের পর্ব । বাইবেল । মৃত্যু ।স্বর্গ । প্রচার ও সেবা। খ্রীষ্টিয় জীবন । দান । প্রশংসা ও ধন্যবাদ । শিশু । ভজন । বিবিধি । ভক্তিগীতি । বিভিন্ন অনুষ্ঠানের গান । আচিক গান । সাঁওতালী গান ।
Copyright © Bengali Christian Songs