About Us - Bengali Christian Songs

About Us

 ধন্যবাদ দেই , যাদের অনেক পরিশ্রম ও গান ও বইয়ের গানের জন্য কাজ করেছে। বিশেষ করে, যাদের আধ্যাত্মিক চেতনা থেকে এ গান -বইয়ের গান ইত্যাদি সৃষ্টি হয়েছে এবং প্রভুর মহিমা আরাধনা করতে আমাদের প্রেরণা যোগাচ্ছে , সেই সব চেনা অচেনা সাধু ও ভক্তদের জন্য রইলো আমাদের অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা ও স্মান।

এই গানগুলো যদি আপনাদের আত্মিক ক্ষুধার তৃপ্তি ও আধ্যাত্মিক জীবনে শান্তি বয়ে আনতে সক্ষম হয়, তাহলেই আমাদের পরিশ্রম ও প্রচেষ্টা সার্থক হবে এবং ঈশ্বর গৌরবান্ধিত হবেন। সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের প্রত্যেককে আর্শিবাদ করুক।

বিনীত-

www.bengalichristiansongs.blogspot.com